বিএনএ,ঢাকা( আদালত প্রতিবেদক): ঈদুল ফিতর ও অবকাশকালীন দীর্ঘ ১৭ দিনের ছুটি শেষে বসেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (১৬ মে) সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন একটি বেঞ্চ এবং জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের অন্য একটি বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হয়।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম। বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত ও একক মিলিয়ে ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
অবকাশকালীন ছুটি ছাড়াও ঈদুল ফিতর, মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা ঘিরে ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত টানা ১৭ দিন বন্ধ ছিল সর্বোচ্চ আদালতের বিচার কার্যক্রম।
বিএনএ নিউজ/ এসবি,ওজি