বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছিল। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মে) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় আবদুর রহমানের। এর আগে শুক্রবার (১৪ মে) রাতে মৃত্যুবরণ করেন আরব আলী।
গত রোববার (৯ মে) রাতে উপজেলার বরুমছড়া এলাকায় ৫নং ওয়ার্ডের ইছাক সদাগরের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন মো. ফরহাদ, আরব আলী, আবদুর রহমান ও তানজিনা আক্তার। তাদের ওইদিন রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নং বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
জানা যায়, বাড়িতে রান্নার জন্য গ্যাস সিলিন্ডারটি বাজার থেকে আনা হয়েছিল। রোববার ইফতারের পর এটি রান্নাঘরে বিস্ফোরিত হলে ৪ জন দগ্ধ হয়। ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বিএনএনিউজ/মনির