17 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গ্যাস লাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৫

গ্যাস লাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৫


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে সৃষ্টি অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ মে) রাত পৌণে ৯টার দিকে ভরাপুকুর পাড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

আহতরা হলেন- কিশোর কুমার দে (৪২), পংকজ দে (৪০), যদু বিশ্বাস (৫৫), মধুসূদন দত্ত (৪৫) ও প্রদীপ দাশ (৫২)।

এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বাকলিয়াতে একটি ভাড়া বাসায় তাস খেলার সময় গ্যাসলাইট বিস্ফোরণ হয়ে পাঁচ জন অগ্নিদগ্ধ হয়েছে। পরে স্থানীয়রা চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করে। এদের মধ্যে প্রদীপ দাশের অবস্থা আশংকাজনক।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ