28 C
আবহাওয়া
১১:২৬ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাঁচলাইশের জামায়াতের আমির গ্রেপ্তার

চট্টগ্রামে পাঁচলাইশের জামায়াতের আমির গ্রেপ্তার

চট্টগ্রামে পাঁচলাইশের জামায়াতের আমির গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানা জামায়াতের আমির মো. ইসমাইলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের সন্ধ্যিপ্তা পাড়ার পাহাড়পুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার ইসমাইল ওই এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি নগরীর চান্দগাঁও থানাধীন শমশের পাড়াস্থ একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী পরিচালক। নগরীর চন্দনপুরা শিবিরের সাবেক সভাপতি।

তার বিরুদ্ধে বিষ্ফোরক আইন, পুলিশের ওপর আক্রমণসহ সাতকানিয়া এবং সিএমপির বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি এবং দু’টি মামলা তদন্তাধীন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার জামায়াত নেতা ইসমাইলের বিরুদ্ধে ৫টি পরোয়ানা ছিল। শনিবার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ