27 C
আবহাওয়া
১০:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতা বহিষ্কার

বিএনএ, সিরাজগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের সাত নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোয়ার্দার, হাফিজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু এবং সাবেক সদস্য সেলিফ আল আকবর শশী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব নেতাদের বেশ কয়েকবার সতর্ক করা হলেও কর্ণপাত না করায় তাদের বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে দলের অন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বহিষ্কৃত এসব নেতাদের কোনো অপরাধের দায়িত্ব সংগঠন নেবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ