28 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ভাসানচরে লাইটারেজ ডুবি, ১২ ক্রু উদ্ধার

ভাসানচরে লাইটারেজ ডুবি, ১২ ক্রু উদ্ধার

ভাসানচরে লাইটারেজ ডুবি, ১২ ক্রু উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কয়লাবোঝাই সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজের ১২ ক্রুকে  নিরাপদে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।

তিনি বলেন, সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ নোয়াখালীর ভাসানচরের অদূরে ডুবে গিয়েছিল। এ ঘটনার পরপরই কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। পরে দুপুরে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তারা সকলেই সুস্থ আছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহাজডুবির পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

এর আগে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে লাইটার জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের ১১ নাবিক নিখোঁজ হন। ৯৯৯ এ খবর পেয়ে এর পরপরই উদ্ধার কাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ড।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ