20 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ : হতাহত ২

চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ : হতাহত ২

চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ : হতাহত ২

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ইউনুস নুর রবিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) রাত ৩টার দিকে পটিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস নুর রবিন নগরের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা নজু মিয়া লেন এলাকার মো. আনিছের ছেলে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী মো. তারেক (৩০) গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চসেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন বলেন, রবিন ও তারেক দুই মোটরসাইকেল যোগে নগর থেকে পটিয়ায় যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে শান্তির হাট এলাকায় কক্সবাজারগামী মালভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কায় তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পথচারীরা।

চমেক হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পটিয়ায় ট্রাকের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে আনা হলে রাত ৩টার দিকে রবিনকে মৃত মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তারেক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ