15 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে অনুমোদনহীন ৩ টি ইটভাটাকে জরিমানা

ধামরাইয়ে অনুমোদনহীন ৩ টি ইটভাটাকে জরিমানা

ধামরাইয়ে অনুমোদনহীন ৩ টি ইটভাটাকে জরিমানা

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ের সোমভাগ ও কালামপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ৩টি ইটভাটাকে মোট ২ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার(১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

এসময় দুটি ইটভাটাকে জরিমানার পাশাপাশি ভাটা দুটো আংশিক ভেঙ্গে দেওয়া হয়। ভাটাগুলো হলো, ডাউটিয়া ব্রিকস, নিয়াজউদ্দিন ব্রিকস ও বাংলা ব্রিকস।

ফারজানা আক্তার বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ৩টি ইটভাটাতে অভিযান চালিয়েছি আজ। এর মধ্যে অবৈধভাবে পরিচালনার দায়ে ডাউটিয়া ব্রিকস ও নিয়াজউদ্দিন ব্রিকস নামে দুটি ইটভাটা ভেঙ্গে দেওয়ার পাশাপাশি ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ থাকায় বাংলা ব্রিকস নামে অপর একটি ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ