স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ৩১ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের(FIFA U-20 Women’s World Cup 2024) আসর বসবে কলম্বিয়ান শহর বোগোটা, ক্যালি এবং মেডেলিনে।
FIFA-এর ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের জাতীয় দলগুলিকে বৈশ্বিক মঞ্চে প্রতিযোগিতা করার আরও সুযোগ দেওয়ার জন্য FIFA-এ বছর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে ২৪ এ উন্নীত করেছে। আগে ছিল যা ১৬।
যোগ্য দলগুলি চারটি স্টেডিয়ামে খেলবে – মেট্রোপলিটানো দে টেকো স্টেডিয়াম এবং নেমেসিও কামাচো এল ক্যাম্পিন স্টেডিয়াম, উভয়ই বোগোটা, মেডেলিনের আতানাসিও গিরাডট স্টেডিয়াম এবং ক্যালির পাসকুয়াল গেরেরো স্টেডিয়াম – তিনটি আয়োজক শহর জুড়ে – কলম্বিয়া ফিফাকে স্বাগত জানাবে।
২০০৮ সালে চিলির পর নারী অনূর্ধ্ব-২০ বৈশ্বিক প্রতিযোগিতার দ্বিতীয় কনমেবল আয়োজক দেশ হয়ে উঠবে।
এসজিএন/হাসনা