বিএনএ, চবি (চট্টগ্রাম) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপাচার্যের পিএস খালেদ মিসবাহুল মোকর রবীন ও কর্মচারী আহমেদ হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৬ মার্চ) অভিযুক্ত দুইজন শোকজের জবাব দেওয়ার পর তাদের বরখাস্ত করা হয়।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, তদন্তের স্বার্থে অভিযুক্ত দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের শোকজ করা হয়। তারা শোকজের জবাব দিয়েছেন। বিষয়টির এখনও তদন্ত চলছে।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেন সংক্রান্ত পাঁচটি ফোনালাপ ফাঁস হয়। এরমধ্যে একটি ফোনালাপে প্রভাষক পদের এক প্রার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস এর এবং অপরটি চাকরি প্রার্থীর সাথে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 132