20.7 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইউএসটিসি’র প্রধান একাডেমিক ভবন উচ্ছেদ: রুলনিশি জারি

ইউএসটিসি’র প্রধান একাডেমিক ভবন উচ্ছেদ: রুলনিশি জারি

ইউএসটিসি’র প্রধান একাডেমিক ভবন উচ্ছেদ: রুলনিশি জারি

চট্টগ্রাম অফিস:  সিডিএ কর্তৃক ইউএসটিসি’র প্রধান একাডেমিক ভবন উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য মহামান্য হাইকোর্টের রুলনিশি জারি করেছে। গত ১০ মার্চ ২০২১ খ্রি. তারিখে সিডিএ বিনা নোটিশে এবং কোন আদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) কর্তৃপক্ষকে না জানিয়ে ইউএসটিসি’র প্রধান ্একাডেমিক ভবন ভেঙে ফেলার উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করে যা অদ্যাবধি চলমান রয়েছে। অথচ ইউএসটিসি’র এই প্রধান একাডেমিক ভবনটি বাংলাদেশ রেলওয়ের লীজকৃত ১.০০ একর সমতল ভ‚মির উপর সিডিএ-এর নক্শা অনুমোদন নিয়ে নির্মিত হয়েছিল।

সিডিএ কর্তৃক ইউএসটিসি’র একাডেমিক ভবন ভাঙনরোধকল্পে ইউএসটিসি কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্টে একটি রীট আবেদন করেন যা ১৬মার্চ ২০২১ মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিচারকদ্বয় জনাব মুজিবুর রহমান মিয়া এবং জনাব মো. কামরুল হোসাইন মোল্লার বেঞ্চে শুনানিতে রুলনিশি ও স্থিতিবস্থার আদেশ জারি করেন। এই আদেশ অদ্য ১৬/০৩/২০২১ খ্রি. তারিখ হতে কার্যকর করার জন্য বলা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি।

Loading


শিরোনাম বিএনএ