14 C
আবহাওয়া
১০:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারের চকরিয়ায় তিন শিশু জীবন্তদগ্ধ

কক্সবাজারের চকরিয়ায় তিন শিশু জীবন্তদগ্ধ

চট্টগ্রামের রেলওয়ে বস্তিতে আগুনে বৃদ্ধার মৃত্যু

বিএনএ, কক্সবাজার : জেলার চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক পরিবারের ঘুমন্ত তিন শিশুর মৃত্যু ঘটেছে। সোমবার(১৫মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবান ঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপক গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতবাড়িটি পুড়ে যায় এবং তিন শিশুর মৃত্যু হয় বলে জানান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।

জানা যায়, আগুনে পুড়ে মারা যাওয়া জাকের হোসেন মিস্ত্রির তিন সন্তান হলো : মো. জিহাদ (১২), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

বয়স্করা বের হয়ে প্রাণে বাঁচলেও ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় জাকের হোসেনের ২ মেয়ে ও এক ছেলে।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। কিন্ত কিভাবে আগুনের সূত্রপাত হয় সে সম্পর্কে কেউ নিশ্চিত কিছু বলতে পারেন নি।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ