30 C
আবহাওয়া
৮:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনব্যাপী ওরস শরিফ শুরু শনিবার

বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনব্যাপী ওরস শরিফ শুরু শনিবার

বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনব্যাপী ওরস শরিফ শুরু শনিবার

বিএনএ, ফরিদপুর: বিশ্ব ওলি হযরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র চার দিনব্যাপী বিশ্ব ওরস শরিফ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে হুজুর পাকের রওজা শরিফ জিয়ারত করে বিশ্ব জাকের মঞ্জিলে সত্য ও ন্যায়ের পতাকা উত্তোলন করে ওরস শরিফের আনুষ্ঠিকতা শুরু হয়।

শনিবার থেকে আগামী মঙ্গলবার (১৭, ১৮, ১৯ ও ২০ ফ্রেব্রুয়ারি) চার দিনব্যাপী চলবে ওরস শরিফ। ধারণা করা হচ্ছে, প্রতিবারের ন্যায় এ বছরও এ মিলনমেলায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান ও ধর্মপ্রাণ মানুষ সমবেত হবেন বিশ্ব জাকের মঞ্জিলে।

আপন মুর্শিদ খাজায়ে খাজেগান হযরত শাহ সুফি খাজা এনায়েতপুরী (কু.ছে.আ.) ছাহেবের নির্দেশে হেদায়েতের বাণী প্রচারে ১৩৫৪ বাংলা সনে বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী ফরিদপুরের সদরপুরের অত্যন্ত পশ্চাৎপদ পল্লী আটরশিতে আগমন করেন। ছোট কুঁড়েঘর থেকে শুরু করেন রাসুলে পাক (সা.)-এর সত্য তরিকা প্রচারের কার্যক্রম।

বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে মহান আল্লাহর নৈকট্য সন্ধান ও লাভের সাধনা এবং রাসুলে পাক (সা.)-এর আদর্শের আলোকে আলোকিত হওয়ার বারি গ্রহণ শুরু হয়। তারপর নিরবচ্ছিন্নভাবে সুদীর্ঘ ৭৬ বছরেরও অধিক সময় ধরে খোদা অন্বেষীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল।

চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী আজ লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার বিশাল জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে বিশ্ব ওলি হযরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারত করা হয়। বিশ্ব ওলি কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব লাখো শান্তিকামী মানুষকে সাথে নিয়ে রওজা শরিফ জিয়ারত করেন।

দরবার শরিফের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম শাহীন জানান, বিশ্ব ওরস উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল।

পুরো ভেন্যুর প্রবেশপথে জায়গায় জায়গায় সুদৃশ্য তোরণ, আল কোরআন ও পবিত্র হাদিস থেকে নেওয়া উদ্ধৃতি উৎকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্ণিল সাজে সজ্জিত এখন বিশ্ব জাকের মঞ্জিল।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ ভারতের উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে আলেম সমাজের নিন্দা বির্জাখাল খনন নিয়ে মেয়রের সঙ্গে নগর জামায়াতের আমির বৈঠক