বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধে মাহমুদা বেগম (৪৫) নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে এই ঘটনা ঘটনা ঘটে।
নিহত মাহমুদা বেগম ওই এলাকার আব্দুর রওফের স্ত্রী।
নিহতের স্বামী আব্দুর রওফ বলেন, আমার চাচার সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে স্থানীয়দের নিয়ে চাচা আব্দুর রাজ্জাকের সাথে জমি নিয়ে সালিশ হয়। সালিশে কোন সমাধান হয়নি। পরে সালিশ থেকে যে যার মত করে চলে যায়। পরে দুপুরের দিকে আমরা সবাই জুমার নামাজে চলে যাই। তখন আমার স্ত্রী বাড়িতে কাজ করছিলেন। এসময় আমার চাচা আব্দুল রাজ্জাক (৮০), তার ছেলে মাসুদ (৪৫) আমার স্ত্রী মাহমুদা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাড়িতে ফিরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আমার স্ত্রী মারা যায়।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, সকালে নিহতের পরিবার থেকে মারামারির বিষয়টি থানায় জানানো হয়েছিল। পরে জানতে পারছি ওই নারী মারা গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম