24 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে চাচা শ্বশুরের হাতে ভাতিজার স্ত্রী খুন

ময়মনসিংহে চাচা শ্বশুরের হাতে ভাতিজার স্ত্রী খুন

ময়মনসিংহে চাচা শ্বশুরের হাতে ভাতিজার স্ত্রী খুন

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধে মাহমুদা বেগম (৪৫) নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে এই ঘটনা ঘটনা ঘটে।

নিহত মাহমুদা বেগম ওই এলাকার আব্দুর রওফের স্ত্রী।

নিহতের স্বামী আব্দুর রওফ বলেন, আমার চাচার সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে স্থানীয়দের নিয়ে চাচা আব্দুর রাজ্জাকের সাথে জমি নিয়ে সালিশ হয়। সালিশে কোন সমাধান হয়নি। পরে সালিশ থেকে যে যার মত করে চলে যায়। পরে দুপুরের দিকে আমরা সবাই জুমার নামাজে চলে যাই। তখন আমার স্ত্রী বাড়িতে কাজ করছিলেন। এসময় আমার চাচা আব্দুল রাজ্জাক (৮০), তার ছেলে মাসুদ (৪৫) আমার স্ত্রী মাহমুদা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাড়িতে ফিরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আমার স্ত্রী মারা যায়।

মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, সকালে নিহতের পরিবার থেকে মারামারির বিষয়টি থানায় জানানো হয়েছিল। পরে জানতে পারছি ওই নারী মারা গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন