27 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে পিতা হত্যায় ছেলে গ্রেফতার

ময়মনসিংহে পিতা হত্যায় ছেলে গ্রেফতার


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার মামলায় ছেলে আ. মতিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলার ফুলপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা জয়নুদ্দিন। নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন ৩০ শতাংশ জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ১৪ ফেব্রুয়ারি ভোরে নিহম জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় আ. মতিন পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান। এরপর থেকে সে পলাতক ছিলেন।

এই ঘটনার পর নিহতের অপর স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জেলার ফুলপুর উপজেলা থেকে আ. মতিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আ. মতিনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে জানান ওসি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ