25 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কলেজছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগ

কলেজছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণে

বিএনএ, ঢাকা : রাজধানীর লালবাগ এলাকা থেকে কলেজছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছেন

ওই কলেজছাত্রী হাসপাতালে বলেন, আমি একাদশ শ্রেণির ছাত্রী। গত শনিবার সকাল ১০টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছালে শুভ ও আলামিন আমাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আমাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চার দিন আটকে রেখে ধর্ষণ করে তারা। তিনি আরও জানান, আজ পৌনে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় রেখে পালিয়ে যায় তারা।

হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা শামীমা আক্তার নামে এক পথচারী বলেন, ধর্ষণের শিকার ওই মেয়ে জানায় তাকে ধর্ষণকারীরা টিএসসি এলাকায় ফেলে গেছে। পরে আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। নির্যাতিতার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঢাবি টিএসসি থেকে ধর্ষণের শিকার এক কলেজছাত্রীকে ঢাকা মেডিকেলে এক পথচারী নিয়ে এসেছেন। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি। বর্তমানে ওই কলেজছাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ