বিএনএ, ঢাকা: শরীয়তপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ছাত্র ইউনিয়নের লোক বলে মন্তব্য করায় মামলাটি করেন শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দণ্ড বিধির ৫০০ ধারা মোতাবেক মামলাটি করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেলার সভাপতি সাইফ রুদাদ। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি গ্রহণ করেছেন। মামলার নম্বর ১৫/২০২২।
মামলার বিবরণে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) প্রতিবাদ সভায় দেওয়া বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা জাফরুল্লাহ চৌধুরী বলেন- প্রমাণিত যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লা ছাত্র ইউনিয়নের লোক। এজন্য তার বিরুদ্ধে ইতিহাস বিকৃতির একটি মামলা দায়ের করা হয়েছে।
ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ বলেন, কাদের মোল্যা একজন প্রতিষ্ঠিত ও প্রমাণিত যুদ্ধাপরাধী, রাজাকার এবং মানবতাবিরোধী অপরাধী ছিলেন। তার মতো ঘৃন্য ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সাথে জরিয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃতি করেছেন। তাই তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মানহানির মামলা করা হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান রুকন বলেন, ইতিহাস বিকৃত করে ভুল তথ্য প্রদান এখন অনেক সহজ হয়ে গেছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাই আমাদের জানতে হবে। আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছি। আমরা ন্যায় বিচার চাই।
গত ৮ ফেব্রুয়ারি শরীয়তপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আমলী আদালতের পালং অঞ্চলে মামলাটি দায়ের করেন শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম ওরফে রুদাদ। আদালত মামলাটি খারিজ করার আদেশ দেন।
এরপর বুধবার মামলার বাদী পুনরায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেন।
বিএনএ/এমএফ