30 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » আজ রাতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বৈঠক

আজ রাতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বৈঠক


বিএনএ, ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ বুধবার রাত ১০টায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। ভার্চুয়ালি এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের সিদ্ধান্ত মন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানাবেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের মাত্রা এ মাসের শেষের দিকে হয়তো কমে আসবে। তখন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আবারও খুলে দেয়া হতে পারে।

‘এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করছি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সে সময় আমরা স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব।’

২০২০ সালের ১৭ মার্চ করোনার সংক্রমণের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।এ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি গণমাধমকে বলেন, আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।

কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 143 


শিরোনাম বিএনএ