18 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » শাহাদাত হত্যা : মূলহোতাসহ গ্রেফতার ৩

শাহাদাত হত্যা : মূলহোতাসহ গ্রেফতার ৩


বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে চাঞ্চল্যকর শাহাদাত হত্যা মামলার ঘটনায় মূলহোতা ও পরিকল্পনাকারী জাহিদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যা ব-৪। বুধবার (১৬ আগস্ট) দুপুরে দিকে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এই তথ্য জানায়।

নিহত শাহাদাত ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের কোহিনুর ইসলামের ছেলে। সে কালিয়াকৈর উপজেলার বারইপাড়ায় একটি কারখানার কর্মচারী হিসেবে কর্মরত ছিল।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আক্কাছ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (২২), মোঃ শুকুর আলীর ছেলে আবু তাহের (২৪) ও মোঃ মিজানুর রহমানের ছেলে সবুজ হোসেন (২৮)। তারা সবাই ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের স্থায়ী বাসিন্দা ও তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

র‌্যাব জানায়, গত বছর (২০২১) ১আগস্ট ধামরাইয়ের আমরাইল থেকে কালিয়াকৈরে নিজের কর্মস্থলে যাওয়ার জন্যে বের হয় শাহাদাত। এরপর ৪ আগস্ট থেকে বাড়ীর সঙ্গে যোগাযোগ ছিল না। ৬ আগস্ট থেকে তার ফোন বন্ধ থাকায় ৮ আগস্ট কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী করে তার পরিবার। এরপর ১২ আগস্ট ধামরাইয়ের আমরাইল গ্রামের একটি কাঠ বাগান থেকে নিখোঁজ শাহাদাত এর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ১২ আগস্টেই ভুক্তভোগীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ধামরাই থানায় একটি মামলা (নং- ২৪) দায়ের করেন। পরে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ২৩ সেপ্টেম্বর ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা (নং- ৩২) দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের (২০২১) ১৪ আগস্ট জাহিদের প্রেমিকার সঙ্গে শাহাদাতের বিয়ের দিন ধার্য ছিলো। সেটা মানতে না পেরে মূল অভিযুক্ত অন্য দুইজনসহ ভুক্তভোগীকে হত্যার পরিকল্পনা করে। আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক থাকায় তাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হতো ও তারা জুয়ার আসরেও বসতো। তারই ধারাবাহিকতায় ওই বছরের (২০২১) ৩ আগস্ট ভুক্তভোগীকে চন্দ্রায় কর্মস্থল থেকে গাজীপুরের কাশিমপুর উপজেলার মাটির মসজিদ এলাকায় ডেকে নেয়। এরপর তাকে নিয়ে ধামরাইয়ের আমরাইল এলাকায় এসে দুইদিন অবস্থান করায়। পরে ৬ আগস্ট আশুলিয়ার একটি ফাঁকা নির্জন এলাকায় নিয়ে এসে হাত পা বেঁধে ফেলে প্রথমে শাহাদাতকে জাহিদ চর-থাপ্পর মারে ও গোপনাঙ্গে ৪-৫টি লাথি মারে। এসময় ২য় অভিযুক্ত ভুক্তভোগীর মাথা চেপে ধরে বসে ছিলো এবং অন্যান্যরা হাত পা ধরে ছিল। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা লাঠি দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।

এরপর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে নিহতের মরদেহ গ্রেফতারকৃত সবুজের ভ্যানেযোগে ধামরাইয়ের আমরাইল পুকুরিয়া এলাকায় মনুমিয়ার কাঠবাগানের কাছে নিয়ে গিয়ে গাছের একটি ডালে কাঁচা পাট দিয়ে ফাঁস বানিয়ে ঝুলিয়ে রাখে। ঘটনার সময় প্রবল বৃষ্টিপাতের কারণে আশপাশে লোকজন না থাকায় ঘটনা ঘটিয়ে পরে সেখান থেকে তারা আবারও আগের ভাড়া বাসা চক্রবর্তী মাটির মসজিদ এলাকায় চলে যায়। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে গত (২০২১) ৩০ সেপ্টেম্বর জাহিদকে গ্রেফতার করে। তবে ওই সময় সে বিষয়টি স্বীকার না করলে রিমান্ড শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়। পরে এতে জড়িতদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত পুকুর ভরাটের প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে হত্যার আসামীর হামলা ও হত্যার হুমকি