22 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রেজিস্ট্রেশন ছাড়াই পাচ্ছেন ভ্যাকসিন

রেজিস্ট্রেশন ছাড়াই পাচ্ছেন ভ্যাকসিন


বিএনএ ডেস্ক, ঢাকা: দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওয়ায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ১৬ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নিতে কোন নিবন্ধন বা রেজিস্ট্রেশন লাগাবে না।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ড. শামসুল হক। বলেন, ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের ১ কোটি টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সেদিন এক কোটি ছাড়িয়ে গেলেও কেন্দ্রে যারা আসবেন সবাই টিকা পাবেন।

বলেন, লক্ষ্যমাত্রা পূরণে ১৬-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নিতে কোন রেজিস্ট্রেশন দরকার নেই। সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে ১২ বছর বয়সের উপরে যে কেউ টিকা নিতে পারবেন। জানান, রেজিস্ট্রেশন করে এখন পর্যন্ত কেউ মেসেজ না পেলে তিনিও সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।

ড. শামসুল হক বলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনার প্রথম ডোজের টিকা বন্ধ থাকবে। এরপর দ্বিতীয় ও বুস্টার ডোজ শেষ করার কাজ শুরু হবে। এজন্য অবহেলা না করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে সবাইকে টিকা নেয়ার আহ্বান জনান তিনি।

বলেন, ২৬ ফেব্রুয়ারি টিকা দিতে প্রতি ইউনিয়নে ৩টি করে কেন্দ্র থাকবে। উপজেলায় নির্ধারিত কেন্দ্রের পাশাপাশি কাজ করবে ৫টি অতিরিক্ত টিম। মোবইল টিম হিসেবে যেখানে টিকা দেয়ার প্রয়োজন হবে সেখানে যাবে তারা। এছাড়া জেলায় নির্ধারিত কেন্দ্রের পাশাপাশি ২০টি অতিরিক্ত টিম কাজ করবে। পৌরসভার প্রতি ওয়ার্ডেও কাজ করবে ৩টি করে টিম।

শামসুল হক জনান, ঢাকার দুই সিটি ও গাজীপুর সিটির প্রতি জোনে ৩০টি টিম থাকবে। নারায়ণগঞ্জ সিটির প্রতি জোনে থাকবে ৪০টি টিম। সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনে কাজ করবে ৬০টি করে টিম। এছাড়া খুলনা, চট্টগ্রাম, রাজশহী ও রংপুর সিটি করপোরেশনে ২৫টি করে টিম কাজ করবে। বলেন, জেলা, উপজেলা ও পৌরসভায় প্রতিটি টিমের টার্গেট ৩০০ জন। আর সিটি করপোরেশন এলাকায় টার্গেট ৫০০ জন।

শামসুল হক জনান, এখন পর্যন্ত ১০ কোটি ১১ লাখ মানুষ প্রথম ডোজ আর সাত কোটি ১৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন। বলেন, দেশে ১২ বছরের উপরে জনগোষ্ঠী আছে ১৩ কোটি ৩০ লাখ। এরমধ্যে ১২ কোটি জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে পারলে সরকারের লক্ষ্যমাত্রা ৭০ শতাংশ জনগোষ্ঠী টিকার আওয়ায় আসবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ