রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাপন বড়ুয়া প্রকাশ শাকিল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। ১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১ টায় রাউজান উপজেলার নেয়াপাড়া ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, সকাল সাড়ে ১১টা দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান পাপন বড়ুয়া শাকিল । পাপন বড়ুয়া শাকিল পিএইচপি গ্রুপে চাকুরী করতো । তাছাড়া পাপন বড়ুয়া শাকিল বিভিন্ন পত্রিকায় ফিচার লেখালেখির সাথে জড়িত ছিলেন বলে তার বন্ধু ওসমান গনি জানান । পাপন বড়ুয়া শাকিল রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সংঘ বড়ুয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার উপপরিদর্শক এস আই ইসমাইল। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে । সিএনজি অটো রিক্সা ও লেগুনা দুটি আটক করে রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে আনা হয়েছে।
দেশীয় তৈয়ারী অস্ত্র সহ যুবক আটক
রাউজান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ডাবুয়া রাবার বাগান এলঅকা থেকে দেশীয় তৈয়ারী এলজি দু রাউন্ড কার্তুজ সহ এক যুবকককে গ্রেফতার করে। অস্ত্র সহ আটক যুবক হলেন রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিংগলা কাজীর খীল এলাকার মুবিনুল হকের পুত্র শাহেদুল হক কিরন (২৮) ।গত ১৫ ফেব্রয়ারী মঙ্গলবার দিবাগত রাতে রাউজানের চিকদাইর পুলিশ ফাড়ির পুলিশ এ অভিযান পরিচালনা করে । অস্ত্র সহ আটক শাহেদুল হক কিরন এর বিরুদ্বে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করার পর গতকাল ১৬ ফেব্রুয়ারী বুধবার তাকে আদালতে সোর্পদ করে পুলিশ । রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র সহ আটক শাহেদুৃল হক কিরনের বিরুদ্বে পুর্বের একটি অস্ত্র ্র ডাকাতি সহ ৪টি মামলা রয়েছে ।
শফিউল আলম,জি এন