30 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২

মিরসরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘‘ প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২’’ উপজেলা স্টেডিয়ামে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসুর সঞ্চালনায় এবং মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনীর’২০২২ এর সম্পর্কে সার্বিক বিষয়ে তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভুইয়াঁ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ।

প্রদর্শনী ২০২২-এ প্রদর্শিত হয় ১(এক) টন ওজনের ষাঁড়, অধিক দুধ প্রদানকারী হলস্টেইন ফ্রিজিয়ান গাভী ও জার্সি গাভী, উন্নত ও দেশী জাতের ছাগল ও ভেড়া, হাস, মুরগী, সোনালী মুরগী, জার্মান সেপার্ড ডগ, কার্পেট ডগ, গৃহপালিত গয়াল, তিতির, কোয়েল ও উন্নত জাতের কবুতর, দধি, দুধ, ঘি-মাখন, পনির মিষ্টি, দুধ ও মাংসের তৈরী বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার উন্নত প্রাণীসম্পদ প্রযুক্তি, বায়োগ্যাস ও পাখির খাদ্য।

 

Loading


শিরোনাম বিএনএ