বিএনএ, ঢাকা : ঢাকার অদূরে কেরানীগঞ্জের পূর্ব চড়াইলে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে পাঁচতলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রী মারা গেছেন। নিহতের নাম নুসরাত জাহান (১৯)। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান পুরান ঢাকার ঢাকা মহানগর মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নুসরাতের মা রুনা বেগম পুতুল জানান, নাজমুল সাকিব নামে এক ছেলের সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পক ছিল তার মেয়ের। পারিবারিকভাবে তারা সেটা মেনে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ ওই ছেলের সঙ্গে তার মেয়ের ফোনে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুসরাত‘অভিমানে’ পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় । পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা অভিযোগ করে বলেন, ‘নাজমুল সাকিব পুরান ঢাকায় থাকেন। ব্যবসার জন্য বিভিন্ন সময়ে আমার মেয়েকে দিয়ে প্রায় সাত থেকে আট লাখ টাকা নিয়েছেন সাকিব। পরে আরও দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিতে চাইলে ফোনে অনেক ঝগড়া হয় দু’জনের মধ্যে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।