28 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে সিএমপির সমন্বয় সভা

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে সিএমপির সমন্বয় সভা

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে সিএমপির সমন্বয় সভা

বিএনএ,চট্টগ্রাম: বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলতে চট্টগ্রাম আসছে আগামী ১৮ ফেব্রুয়ারি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর দামপাড়াস্থ সিএমপির সদর দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা ও কার্যক্রম সংক্রান্ত আলোচনা হয়।
নগরীর দামপাড়াস্থ সিএমপির সদর দপ্তরের কনফারেন্স হলে

সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিসিবি, ফায়ার সার্ভিস, র‌্যাব, এপিবিএন, বিআরটিএ, সিএমসিএইচ, বিপিডিপি, রেডিসন ব্লু, পেনিনসুলার প্রতিনিধিগণ।

বিএনএনিউজ/মনির

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ