ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের যে উৎসব পালিত হচ্ছে তার লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়া, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সাংস্কৃতিক সৌন্দর্যকে উদ্যাপন করা। পিঠা মেলার মতো বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে হবে।
উপদেষ্টা বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে ১৬ থেকে ১৮ জানুয়ারি ২০২৫ তিন দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই পিঠা মেলা চলছে।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।
উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সংগঠনের উদ্যোক্তা অংশগ্রহণ করেছে। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে। তিনি বলেন, তারুণ্যকে আমরা দেখেছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে, ১৯৭১ এ মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে।
তারুণ্যের উৎসবের এ কার্যক্রমে মন্ত্রণালয়ের আওতাধীন কার্যালয়গুলো সেখানে অংশগ্রহণ করেছে। এই উৎসব সার্বিকভাবে সফল হবে, দেশ আরো এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
পরে উপদেষ্টা বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে উপদেষ্টা পিঠা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পিঠার স্টল ঘুরে দেখেন।
বিএনএ, এসজিএন