22 C
আবহাওয়া
১০:২৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ বাতিল

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ বাতিল

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিএনএ, ঢাকা : জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে একটি আইন করে। ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ শীর্ষক ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। সেই মোতাবেক এনআইডি ইসির অধীনেই ছিল।

আইনটি বাতিল করায় এনআইডি আগের মত নির্বাচন কমিশনের হাতেই থাকছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ