16 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » জামিন পেলেন পূর্বদেশ পত্রিকার সাংবাদিক ফারুক

জামিন পেলেন পূর্বদেশ পত্রিকার সাংবাদিক ফারুক


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজের নির্দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালত এ আদেশ দেন।

সাংবাদিক ফারুক আবদুল্লাহ বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ও প্রথম শহীদ, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরের গেরিলা বাহিনীর প্রধান এবং চট্টগ্রাম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমদের ভাতিজা।

২০২০ সালের ২ আগস্ট যুবলীগ কর্মী পরিচয় দেওয়া মোরশেদুর রহমান নাদিম বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে মোরশেদুর রহমান নাদিম অভিযোগ করেছেন, সাংবাদিক ফারুক আব্দুল্লাহ ফেসবুকে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে জনমত গড়ে তুলছেন।

প্রসঙ্গত, ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাঁশখালীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফ। ২৭ জুলাই বাঁশখালীর শেখেরখীল এলাকায় জানাজার নামাজ শেষে গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয় মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করে।

ডা. আলী আশরাফ শেখেরখীল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। ডা. আলী আশরাফ বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই।

২৭ জুলাই বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী দাবি করেছেন, ‘বাঁশখালীতে কোন মুক্তিযুদ্ধ হয়নি। সেখানে কোন মুক্তিযোদ্ধাও নেই।’

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্যের বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের আত্মীয় সাংবাদিক ফারুক আব্দুল্লাহ। এ কারণে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন মোস্তাফিজুর রহমানের অনুসারী মোরশেদুর রহমান।

বিএনএ/এমএফ/ এইচমুন্নী/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ