25 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মদপা‌নে দুই আ.লীগ নেতাসহ ৪ জ‌নের মৃত্যু

মদপা‌নে দুই আ.লীগ নেতাসহ ৪ জ‌নের মৃত্যু

কিশোরগঞ্জে মদপা‌ন

বিএনএ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদপা‌নে দুই আওয়ামী লীগ নেতা, চিকিৎসকসহ চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) ভোরে উপ‌জেলার বড়খারচর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন-কু‌লিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান জজ (৫৮), ভাটি দোয়ারিয়া গ্রা‌মের বাসিন্দা হোমিওপ‌্যা‌থি চিকিৎসক গোবিন্দ বিশ্বাস (৪৫) ও একরামপুর গ্রামের শাজাহান মিয়া (৫২)। রোববার (১৫ জানুয়ারি) রাতে মদপানের পর শাজাহান মিয়ার মৃত্যু হয়।

সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আওয়ামী লীগ নেতা জহির রায়হানের মৃত্যু হয়। জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন গিয়াস ও চিকিৎসক গোবিন্দ বিশ্বাসের মৃত্যু হয়।

মদপান করে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছেন কু‌লিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব।

কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া জানান, মদের বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮ থেকে ১০ জন অসুস্থ রয়েছেন। জানান, স্থানীয় এক‌টি ওর‌সে গান-বাজনার সময় অনেক মানুষ সম‌বেত হ‌য়ে‌ছিলেন। সেখা‌নে মদপান করার পর বিষ‌ক্রিয়ায় আক্রান্ত হন ব‌লে শু‌নে‌ছি।

কিশোরগঞ্জের অতিরিক্ত পু‌লিশ সুপার মো. নূরে আলম বলেন, ‘প্রাথ‌মিকভা‌বে বিষ‌ক্রিয়ায় মৃত‌্যু হয়েছে বলে শুনে‌ছি। তবে এ ঘটনায় কেউ পু‌লি‌শে অভি‌যোগ ক‌রে‌নি। তদ‌ন্তের পর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলা যাবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ