বিএনএ নারায়নগঞ্জ: উৎসবমূখর পরিবেশে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন চলছে গনণা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
ইতোমধ্যে ১৯২টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। গণনাকৃত কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ২৩ হাজার ১৭৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ১২ হাজার ৫০৮ ভোট।
ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় এবারের নির্বাচনের ফল তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবারের নির্বাচনে ৫ লাখ ১৭ লাখ ৩৬১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন আর নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।
সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সব প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোনো কেন্দ্রেই সেরকম কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিএনএনিউজ/আরকেসি