৫:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » দুই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে ইভ্যালি বোর্ড

দুই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে ইভ্যালি বোর্ড

ইভ্যালিসহ ১০ ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

বিএনএ, (আদালত প্রতিবেদক) ঢাকা: দুটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা বোর্ডকে দুই কোটি ৩৫ লাখ টাকা তোলার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ব্যাংক দুটি হলো সিটি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক।

রোববার (১৬ জানুয়ারি) ইভ্যালি পরিচালনায় গঠিত বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে ইভ্যালি পরিচালনা করতে ফান্ড থেকে আড়াই কোটি টাকা উত্তোলন ও কোম্পানির ৯টি গাড়ি ব্যবহারের জন্য নতুন বোর্ডকে অনুমতি দিয়েছেন আদালত। এছাড়া ইভ্যালির যাবতীয় অ্যাকাউন্ট ও সম্পদের বিষয়ে বোর্ডকে তথ্য সরবরাহে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে ইভ্যালির বোর্ডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।

এর আগে গত ১৮ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বোর্ডের অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ, কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

বিএনএনিউজ/এসবি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ