25 C
আবহাওয়া
১২:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সংগীতশিল্পী অনুপ ঘোষাল আর নেই

সংগীতশিল্পী অনুপ ঘোষাল আর নেই


বিএনএ, ডেস্ক :  উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী অনুপ ঘোষাল আর নেই। মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা আড়াইটায় ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে সঙ্গীত পরিবেশন করেছিলেন তিনি। তবে নজরুলগীতি এবং শ্যামাসঙ্গীতের জন্য সঙ্গীত জগতে নামডাক পেয়েছিলেন। এছাড়া হিন্দিসহ নানা ভাষার ছবিতে সঙ্গীত পরিবেশন করেন তিনি।

চার বছর বয়স থেকে গান শিখতে শুরু করেছিলেন অনুপ ঘোষাল। শিল্পীর যখন ১৯ বছর বয়স, তখন সত্যজিৎ রায়ের নজরে পড়েন। ১৯৮০ সালে মুক্তি পায় ‘হীরক রাজার দেশে’। ‘মোরা দুজনায় রাজার জামাই’, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’, ‘এসে হীরক দেশে’র মতো গান শোনা যায় অনুপ ঘোষালের কণ্ঠে। এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পান তিনি।

১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল শেখর কাপুরের পরিচালনায় হিন্দি ছবি ‘মাসুম’। নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি অভিনীত সেই ছবিতে অনুপ ঘোষালের গাওয়া ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি হ্যায়রান হুঁ ম্যায়…’ শিরোনামের গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল।

এছাড়া তার কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে, ‘এনেছি আমার শত জনমের প্রেম’, ‘আধো রাতে যদি ঘুম ভেঙে যায়’, ‘মধুর আমার মায়ের হাসি’, ‘আমার এ ভালোবাসা’, ‘পৃথিবী আমারে চায়’ প্রভৃতি শিরোনামের গান।

অনুপ ঘোষাল আশুতোষ কলেজ থেকে মানবিকে স্নাতক সম্পন্ন করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ। নজরুলগীতির রূপ ও রসানুভূতি ছিল তার গবেষণার বিষয়।

পশ্চিমবঙ্গে বাম জমানার শেষদিকে ‘রাজনৈতিক পরিবর্তন’ আন্দোলনের সঙ্গী হন তিনি। ২০১১ সালে মমতা ব্যানার্জি তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন। হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রথমবার প্রার্থী হয়েই জয় পান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ