25 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সন্তানের মা হয়েছেন পপি

সন্তানের মা হয়েছেন পপি

পপি

বিনোদন ডেস্ক: তিন বছরের বেশি সময় ধরে কোনো খবরে নেই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। এর মধ্যে একবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার লাপাত্তা।

কিন্তু কিছুদিন পরপরই বিয়েসংক্রান্ত খবরের শিরোনাম হন হতে থাকেন পপি। এবার জানা গেছে, সন্তানের মা হয়েছেন পপি। ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তার নাম রাখা হয়েছে আয়াত।

এদিকে, প্রায় তিন বছরের বেশি সময় ধরে হন্যে হয়ে তাকে খুঁজছেন তার প্রযোজকেরা। সর্বশেষ ২০২০-এর জুনে ‘ভালোবাসার প্রজাপতি’ নামের একটি সিনেমায় কাজ করেন পপি। ছবিটির প্রায় ২০ শতাংশ কাজ এখনো বাকি। শেষ করতে আরও দুই দিন শুটিং করতে হবে।

এছাড়া তার বাসায় গিয়ে ফিরে এসেছেন আরেক পরিচালক মাসুমা তানি। পরিচালক রাজু আলীম জানান, আর কিছুদিন অপেক্ষার পর অন্য উপায়ে ছবির শুটিং শেষ করেছেন।

তবে পপির সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর জীবনে যা-ই ঘটুক না কেন, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি শিগগিরই ফিরবেন সবার মাঝে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ