17 C
আবহাওয়া
৫:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সাবের হোসেন চৌধুরীকে ইসির শোকজ

সাবের হোসেন চৌধুরীকে ইসির শোকজ


বিএনএ, ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি ভাঙ্গের অভিযোগে ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা মো. তসরুজ্জামান এ সংক্রান্ত নোটিশ দেন তাকে।

নোটিশে বলা হয়, গত ৭, ১২ ও ১৪ ডিসেম্বর ঢাকা–৯ আসনের নির্বাচনী এলাকা পরিদর্শনকালে খিলগাঁও, মুগদা, সবুজবাগসহ কয়েকটি স্থানে নির্বাচনী প্রতীকসহ সাবের হোসেন চৌধুরীর ছবি, সমর্থকদের আগাম প্রচারমূলক পোস্টার পাওয়া গেছে। এটি নির্বাচনপূর্ব অনিয়ম। এ কারণে আগামী ১৯ ডিসেম্বর বিকেল ৩টার মধ্যে যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-২ এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হচ্ছে।

এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর–২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এ কে এম এনামুল হক শামীমকেও লিখিত ব্যাখ্যা দিতে বলেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ