27 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

স্মৃতিসৌধ

বিএনএ ডেস্ক: ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সাভার জাতীয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্মৃতিসৌধের ৮৪ একর এলাকা জুড়ে বৃক্ষরাজি ও বাগানের সৌন্দর্যবর্ধন করা হচ্ছে।

সাভার স্মৃতিসৌধে সরজমিনে দেখা যায়, ধোয়ামোছার কাজে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দম ফেলার ফুসরত নেই সাভার গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও। দীর্ঘ ২ মাস ধরে বাগান মালিরা মাঠের ঘাস ও গাছের পাতা কেটে ছেঁটে সৌন্দর্যবর্ধনের কাজ করছেন। পাশাপাশি ফুলের বাগান ও গাছপালাকে তরতাজা রাখতে নিয়মিত যত্ন নিচ্ছেন পরিচর্যাকারীরা।

জাতীয় স্মৃতিসৌধে কর্মরত দিনমজুর-শ্রমিকরা বলছেন, ১৬ ডিসেম্বরের জন্য স্মৃতিসৌধ ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করছি। নতুন ফুল গাছ লাগানো হচ্ছে, ঘাস সতেজ রাখার জন্যে পানি দেয়া হচ্ছে। রং ও অন্যান্য কাজও শেষ পর্যায়ে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারসহ সব কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হয়েছে।

এদিকে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য ৮ দিন স্মৃতিসৌধ এলাকায় সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর খুলে দেয়া হবে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে।

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আর ১৯৮৮ সালে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ কাজ শেষ হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ