17 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

স্মৃতিসৌধ

বিএনএ ডেস্ক: ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সাভার জাতীয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্মৃতিসৌধের ৮৪ একর এলাকা জুড়ে বৃক্ষরাজি ও বাগানের সৌন্দর্যবর্ধন করা হচ্ছে।

সাভার স্মৃতিসৌধে সরজমিনে দেখা যায়, ধোয়ামোছার কাজে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দম ফেলার ফুসরত নেই সাভার গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও। দীর্ঘ ২ মাস ধরে বাগান মালিরা মাঠের ঘাস ও গাছের পাতা কেটে ছেঁটে সৌন্দর্যবর্ধনের কাজ করছেন। পাশাপাশি ফুলের বাগান ও গাছপালাকে তরতাজা রাখতে নিয়মিত যত্ন নিচ্ছেন পরিচর্যাকারীরা।

জাতীয় স্মৃতিসৌধে কর্মরত দিনমজুর-শ্রমিকরা বলছেন, ১৬ ডিসেম্বরের জন্য স্মৃতিসৌধ ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করছি। নতুন ফুল গাছ লাগানো হচ্ছে, ঘাস সতেজ রাখার জন্যে পানি দেয়া হচ্ছে। রং ও অন্যান্য কাজও শেষ পর্যায়ে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারসহ সব কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হয়েছে।

এদিকে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য ৮ দিন স্মৃতিসৌধ এলাকায় সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর খুলে দেয়া হবে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে।

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আর ১৯৮৮ সালে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ কাজ শেষ হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত