17 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » কুবিতে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুবিতে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুবি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও হল প্রাধ্যক্ষ সাদেকুজ্জামান।

ক্রীড়ার ইভেন্টগুলো হচ্ছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম ও লুডু। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় থাকবে কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ ও প্রবন্ধ লিখন।

আয়োজন সম্পর্কে জানতে চাইলে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন হল বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের মাঝে নতুন করে উদ্যম ফিরিয়ে আনতে এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক কাজী এম. আনিছুল ইসলাম, খাইরুন নাহার ইভা ও রাশেদ আহমেদ।

বিএনএ/হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ