15 C
আবহাওয়া
৪:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৩৮ জন। নতুন করে শনাক্ত হয়েছে ২৯৭ জনের।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত র‌্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করে ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের ১ জন ঢাকা বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ১ জন রংপুর বিভাগের এবং ১ জন রাজশাহী বিভাগের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ