বিএনএ,চট্টগ্রাম : বঙ্গোপসাগর থেকে ৪৩ জন জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে কক্সবাজার লাইট হাউজ থেকে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূরে এমভি ল্যাডিনডা নামের একটি স্ক্র্যাপ জাহাজে ডাকাতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জলদস্যুরা চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ২টি বোট, ডাকাতিকৃত বার্থিং হাউজার, স্টীলওয়ার রোপ ও অন্যান্য মালমাল জব্দ করা হয়।
বাংলাদেশ নেভির লে. কমান্ডার খন্দকার মুনিক তকি বলেন, একটি শিপিং এজেন্ট’র অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ৪৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ২টি বোট, ডাকাতিকৃত বার্থিং হাউজার, স্টীলওয়ার রোপ ও অন্যান্য মালমাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।
বিএনএনিউজ২৪.কম/এনএএম