বিএনএ, ঢাকা: মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল গত এক দশকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কোম্পানিটির বাজারমূল্য ৩ ট্রিলিয়ন বা লাখ কোটি ডলারের মাইলফলক ছোঁয়ার কাছাকাছি পৌঁছে গেছে।
এদিকে গত সোমবার (১৩ ডিসেম্বর) অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য প্রিমার্কেট ট্রেডিংয়ে প্রায় ১ শতাংশ বেড়ে ১৮১. ৭৫ শতাংশ ডলার হয়। এখন অ্যাপলের মূল্য ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করতে শেয়ারমূল্য উঠাতে হবে ১৮২ দশমিক ৭৫ ডলার।
২০১৮ সালের আগস্টে অ্যাপলের বাজারমূল্য এক ট্রিলিয়ন বা লাখ কোটি ডলারের উন্নীত হয়। এর এক বছরের মাথায় ২০২০ সালের আগস্টে কোম্পানিটির বাজারমূল্য দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার অতিক্রম করে। প্রসঙ্গত, এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন হয়।
শুধুমাত্র এই বছরেই অ্যাপলের শেয়ার ৩৫ শতাংশের বেশি বেড়েছে। কোম্পানিটি তার নতুন আইফোন ১৩, অন্যান্য পুরানো মডেলের আইফোনের পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি, আইক্লাউড এবং জনপ্রিয় অ্যাপ স্টোর সাবস্ক্রিপশন পরিষেবার চাহিদা বৃদ্ধিতে শেয়ারের মূল্য বেড়েছে বলে জানা গেছে।
সিনোভাস ট্রাস্ট কোম্পানির সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার ড্যানিয়েল মরগান জানান, অ্যাপলের আয় বৃদ্ধির আরেকটি নতুন উপায় হিসেবে বিনিয়োগকারীরা সম্ভাব্য অ্যাপল কারের প্রতিও নজর রাখছেন। পাশাপাশি পরিষেবা খাতে বিভিন্ন অ্যাপ ও অ্যাপল টিভিও কোম্পানিটির আয়ে সামান্য অবদান রাখছে। মূলত অ্যাপলের ৬৫ শতাংশ আয় আসে কোম্পানিটির আইফোন বিক্রির মাধ্যমে।
বিএনএ/এমএফ