বিএনএ, ডেস্ক : স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জারাগোজার কাছে ভিলাফ্রাঙ্কা দে এব্রোতে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন । শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে (স্থানীয় সময়) বৃদ্ধাশ্রমে এ আগুন লাগে।ঘটনাস্থলে ৮০ জনেরও বেশি বাসিন্দা ছিলেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।তবে আগুনে ১০ জন নিহত হন এবং দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।স্থানীয় মেয়র স্প্যানিশ রেডিওকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় প্রশাসন এবং নাগরিকরা গভীর শোক প্রকাশ করেছেন।বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে।
বিএনএ/ ওজি/এইচমুন্নী