19 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভারতের উচিত জুলাই-আগস্টের গণহত্যা সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা: নাহিদ

ভারতের উচিত জুলাই-আগস্টের গণহত্যা সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা: নাহিদ


বিএনএ ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম  বলেছেন, “বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক। তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। ভারতকে এ বিষয়ে কিছু বলার দরকার নেই। বরং ভারতের উচিত ছিল, জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যা সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা।”

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত  বিবিসি হিন্দির সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি ।

তিনি আরও বলেন, “ভারতকে এই প্রশ্ন করা যেতে পারে— বাংলাদেশে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কীভাবে সাহায্য করতে পারে?”

ভারতের সংবাদমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচারের বিষয়ে নাহিদ ইসলাম মন্তব্য করেন। তিনি বলেন, “এই ধরনের মিথ্যাচার বন্ধ করা উচিত, এবং বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা হওয়া প্রয়োজন।”

নাহিদ ইসলাম বলেন, “গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে ভারতে পালিয়েছে, তাদের বিচার করতে ভারতের সহযোগিতা প্রয়োজন।”

তিনি বলেন,  “বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা সব খবর রাখছি। অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে আমাদের নেওয়া পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি, যেমন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ