বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আসরে এটি তাদের তৃতীয় হার। শুক্রবার (১৫ নভেম্বর) আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে নামে দুই দল।
ম্যাচের ১১ মিনিটে লাওতারো মার্তিনেজের বাঁ পায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনাই এগিয়ে গিয়েছিল ম্যাচে। তবে ৮ মিনিট পরই আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে স্বাগতিক প্যারাগুয়ে।
এরপর প্যারাগুয়েএই স্বস্তিকে আনন্দে রুপ দেন ওমর আলদেরেতে। ৪৭ মিনিটে তার হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। লিওনেল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর পারেনি। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল।
সফরকারী আর্জেন্টিনার ম্যাচের ৬৯ মিনিটে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল। বাঁ প্রান্ত থেকে হুলিয়ান আলভারেজের দুরপাল্লার পাস পান রদ্রিগো দি পল। ডান প্রান্ত দিয়ে ফাঁকা পেয়ে ছুটে বল নিয়ে বক্সেও ঢুকে পড়েন। কিন্তু প্যারাগুয়ে গোলকিপার গাতিতো ফার্নান্দেজকে একা পেয়েও বল মারেন পোস্টের ওপর দিয়ে।
নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে মেসির ক্রস থেকে ভ্যালেন্তিন কাস্তেয়ানোসের হেড একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পিছিয়ে পড়ে এমন আরও কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। মেসিকেও দেখা যায়নি তার চেনা রুপে।
এখন ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। আর আর্জেন্টিনাকে হারিয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে।
বিএনএনিউজ/এইচ.এম।