17 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বিএনএ, ঢাকা: তফসিল ঘোষণার পর কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন ভবন ও তার আশপাশে জোরদার নিরাপত্তাব্যবস্থা দেখতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ও নির্বাচনবিরোধী দলগুলো আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে পুলিশ কঠোর অবস্থান নেবে। তবে নিয়মতান্ত্রিক হলে সব ধরনের নিরাপত্তা দেবে পুলিশ।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা আগে ছিল-ওবায়দুল কাদের

ডিএমপি কমিশনার আরও বলেন, পুরো নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য আমি এখানে এসেছি। এটাই এখানে আসার আমার মূল উদ্দেশ্য। তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে তল্লাশি নিয়ে নিরাপত্তার বিষয় দেখলাম।

এদিকে, তফসিলের সময় যত আগাচ্ছে ততই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বৃদ্ধি পাচ্ছে। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ