বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি শহরের বসতবাড়ি থেকে উদ্ধার করা একটি অজগর অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে অজগরটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার বাসিন্দা মো. সাগরের বাড়ি থেকে সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে বন বিভাগের টিম অজগর সাপটি উদ্ধার করেন। পরে তারা অজগরটি কাপ্তাই রেঞ্জকে বুঝিয়ে দেন। যার দৈর্ঘ্য ১১ ফুট এবং ওজন সাড়ে ৯ কেজি।
আরও পড়ুন: রাঙামাটিতে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে কর্মীর মৃত্যু
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সালেহ মোহাম্মদ শোয়াইব খানের নির্দেশে কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম