16 C
আবহাওয়া
৩:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ইয়াবাসহ আটক নারী

মিরসরাইয়ে ইয়াবাসহ আটক নারী

মিরসরাইয়ে ইয়াবাসহ আটক নারী

বিএনএ, মিরসরাই:মিরসরাইয়ে ৮৪০ পিস ইয়াবাসহ সেলিনা বেগম (৩০) নামে এক নারী মাদককারবারীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহন থেকে উপজেলার হাদিফকিরহাট বাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়। সেলিনা বেগম চট্টগ্রাম শহরের খুলশী থানা এলাকার ঝাউতলী বস্তি এলাকার ছায়েদ আলী মিয়ার মেয়ে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল আমিন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদিফকিরহাট বাজার এলাকায় মহাসড়কের ঢাকামুখী লাইনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে মহিলা পুলিশ দ্বারা তল্লাশী চালিয়ে সেলিনা বেগমকে ৮৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএ/ আশরাফ উদ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ