বিএনএ ঢাকা: পাগল সেজে বিবস্ত্র হয়ে বিভিন্ন বাসা-বাড়ি ও অফিসে চুরি করে- এমন একটি চোরচক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানা এলাকা এবং গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নুরু জামাল, আসলাম জমাদার, রফিকুল ইসলাম ওরফে রউফ ও খোকন মল্লিক।
পুলিশ জানিয়েছে, দিনে গাড়ির হেলপারি, হকারি করলেও মূলত চুরি তাদের পেশা। চক্রটি মূলত পাগলের বেশ ধরে এবং চুরি করার সময় বিবস্ত্র হয়ে যায়।
সোমবার (১৫ নভেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বলেন, গত ৯ নভেম্বর রাতে গুলশান এলাকায় ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের ৩২টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় গুলশান থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে। এরপর তদন্তে নেমে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা গেছে, পাগল সেজে বিবস্ত্র হয়ে গ্রেফতারকৃতরা ওই ল্যাবে প্রবেশ করে একজন আরেকজনের হাতে ল্যাপটপগুলো বের করে দিচ্ছে। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই চোর চক্রের অবস্থান শনাক্ত করা হয়। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আবুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা এই অভিনব কায়দায় গুলশান, বনানী, গাজীপুরের গাছা এবং টঙ্গী পশ্চিম থানা এলাকায় চুরি করে জীবিকা নির্বাহ করে আসছে। গ্রেফতার হওয়া চারজনের দেয়া তথ্য মতে ৩২টি চোরাই মুঠোফোন ও ১২টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। তবে, এই চক্রের সঙ্গে আরও কারা এবং কিভাবে জড়িত তাও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি