বিএনএ, চট্টগ্রাম: রাঙামাটি জেলার কাউখালীতে সাড়ে ৫ হাজার কেজি গাঁজাসহ জ্যোতিমান চাকমা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গাঁজার আনুমানিক মূল্য ৮ কোটি ২৫ লাখ টাকা।
সোমবার (১৫ নভেম্বর) সকাল ৭টায় কাউখালী থানাধীন জেবাছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
গ্রেপ্তার জ্যোতিমান চাকমা কাউখালী থানার জেবাছড়ি গ্রামের রেদু কুমার চাকমার ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর জেবাছড়ি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার কেজি গাঁজাসহ জ্যোতিমান চাকমাকে আটক করা হয়। পরে তার চাষকৃত ১টি গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ৮ কোটি ২৫ লাখ টাকা।
বিএনএ/এমএফ