25 C
আবহাওয়া
১২:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জাবির বি ইউনিটে পাস ২৬ শতাংশ

জাবির বি ইউনিটে পাস ২৬ শতাংশ

২২ ফেব্রুয়ারী থেকে জাবিতে স্ব শরীরে ক্লাস শুরু

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবির) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৩ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ছয় হাজার ২২৬ জন পরীক্ষার্থী। পাসের হার ২৬ শতাংশ।

সোমবার ( ১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল দেখা যাবে https://juniv.edu/ ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার জানান, বি ইউনিটে ছেলেদের মধ্যে ৭৭ দশমিক ৩৬ নম্বর পেয়ে এবং মেয়েদের মধ্যে ৭৫ দশমিক ০২ নম্বর পেয়ে দুইজন প্রথম হয়েছেন। আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে ছাত্র ও ছাত্রী সমান সংখ্যায় ভর্তি করা হয়। এজন্য দুটি আলাদা মেধাতালিকা তৈরি করা হয়ে থাকে।

ডিন জানান, সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে মোট ৩২৬টি আসন রয়েছে। মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থীকে মেধাতালিকায় রাখা হয়েছে। ভর্তি শুরু করা হবে প্রথম থেকে।

উল্লেখ, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার ‘এফ’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এরইমধ্যে ‘ডি’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ