26 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - মে ১, ২০২৫
Bnanews24.com
Home » ৫মাসে ১২৫বার নির্যাতনের শিকার কিশোরী , মা-বাবাসহ ৩জন কারাগারে

৫মাসে ১২৫বার নির্যাতনের শিকার কিশোরী , মা-বাবাসহ ৩জন কারাগারে

৫মাসে ১২৫বার নির্যাতনের শিকার কিশোরী

বিএনএ ডেস্ক : ১৪ বছর বয়সের এক কিশোরী।   বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে বাবা-মায়ের সঙ্গেই থাকত।কিন্তু তার সেই জন্মদাতা মা-বাবা তাকে ঠেলে দিয়েছে চরম নির্যাতনের মুখে।  গত জুন থেকে অক্টোবর পর্যন্ত তাকে ১২৫ বার নির্যাতনের শিকার হতে হয়েছে।চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এই মেয়েকে  এক মধু ব্যবসায়ীর সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করছে বাবা-মা।

কিশোরীর  লিখিত অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক তদন্তে নামে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।অভিযোগের সত্যতা পাওয়ার পর রোববার(১৪ নভেম্বর) বিকেলে ওই মধু ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ অভিযুক্ত বাবা-মাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই কিশোরীকে নেওয়া হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে।

বিএমপি উপপুলিশ কমিশনার আলী আশরাফ বলেন, চতুর্থ শ্রেণির এক ছাত্রী আমাদের কাছে লিখিত অভিযোগ করে য়ে তার মা-বাবা জোরপূর্বক অসামাজিক কাজ করতে বাধ্য করে। ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে । এর সঙ্গে সংশ্লিষ্ট বাবা-মা ও অন্য একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বরিশাল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. একেএম জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, এ ধরনের ঘটনা নিন্দনীয় এবং এটি মানবতাহীন একটি ঘটনা। এ ছাড়া এমন ঘৃণিত কাজের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ