25 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সোয়া কোটি টাকা আত্মসাৎ : ২ ভূমি কর্মকর্তা গ্রেফতার, পলাতক শিকলবাহা ভূমি অফিসের সুমন

সোয়া কোটি টাকা আত্মসাৎ : ২ ভূমি কর্মকর্তা গ্রেফতার, পলাতক শিকলবাহা ভূমি অফিসের সুমন

সোয়া কোটি টাকা আত্মসাৎ : ২ ভূমি কর্মকর্তা গ্রেফতার, পলাতক শিকলবাহা ভূমি অফিসের সুমন

বিএনএ, চট্টগ্রাম : এক কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের দায়ে চট্টগ্রামে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) ও এক অফিস সহায়ককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়মিত দুর্নীতিবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর কাট্টলী সার্কেল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন ও অফিস সহায়ক এমদাদ। এ ঘটনায় সুমন চৌধুরী নামে আরও একজন পলাতক রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে মো. শাহাদাত হোসেন নামের এক তহসিলদার ও অফিস সহায়ক এমদাদকে প্রায় ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা আটক করেন। পরে শাহাদাতকে পুলিশকে সোর্পদ করেন। এছাড়াও অফিস সহায়ক এমদাদকে দুদকের কাছে তুলে দেওয়া হয়।

কর্ণফুলী ভূমি অফিসের আওতাধীন শিকলবাহা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সুমন চৌধুরী চালান জালিয়াতির মাধ্যমে ভূমি উন্নয়ন করের ৩০ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেন। সুমন চৌধুরী এর আগে রাঙ্গুনিয়া ভূমি অফিসের আওতাধীন ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকার সময়ও ভূমি উন্নয়ন করের প্রায় ৭১ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাৎ করেন। সরকারি কোষাগারে অর্থ জমা না দিয়ে চালান জালিয়াতির মাধ্যমে ১ কোটি ২ লাখ টাকা আত্মসাৎ করেন সুমন চৌধুরী।

চট্টগ্রাম জেলা প্রশাসন সুমন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ