বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্যহাতিটিকে উন্নত চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইতিমধ্যে আহত হাতিটিকে চিকিৎসা দিতে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে উদ্বারকারী ট্রেনের সাহায্যে হাতিটিকে চকরিয়া রেলস্টেশন এবং সেখান থেকে ট্রাকে করে সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাতিটির উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চিকিৎসক দলের কমিটিও গঠন করা হয়েছে। যার নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর। বর্তমানে তার তত্বাবধানে হাতিটির চিকিৎসা চলছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ঘটনার পর থেকেই ঘটনাস্থলে হাতিটি চিকিৎসকের তত্বাবধানে ছিলো। পরবর্তীতে মঙ্গলবার সকালে সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, চিকিৎসকের ভাষ্যমতে হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে। মেরুদণ্ডের স্ট্রাকচার এবং মাথায় আঘাতের ফলে ব্রেন নষ্ট হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা চলতেছে তবে অবস্থা এখনো আগের মতো।
এর আগে, গত রোববার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন চুনতি এলিফ্যান্ট ওভারপাস এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর ৬-৭টির একটি হাতিরদল উঠে পড়ে। এসময় ট্রেনের গতি কমিয়ে দিলে বাকি হাতি পার হতে পারলেও এ হাতিটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী